Ad Code

Responsive Advertisement

সকলের কাছে প্রিয় হয়ে উঠার সহজ টেকনিক || 7 Easy techniques to become dear to everyone

  



  

আমাদের মনের মনি কোঠায় একটা সুপ্ত বাসনা থাকে সবার কাছে প্রিয় পাত্র হয়ে উঠার। সকলের ভালোবাসায় শিক্ত হওয়ার আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কেননা মানুষ ভালোবাসার কাঙাল, সবাই তাকে তাকে চোখের মধ্যমনি করে রাখবে এই ইচ্ছাটুকু সবাই পুষে রাখে। তবে সকলের প্রিয় পাত্র হওয়া মটেই সহজ কাজ নয়। এই স্বার্থরঞ্জিত পৃথিবীতে কেউই আপনাকে এমনি এমনি পছন্দের শীর্ষচূড়ায় বসাবে না। এই অবস্থান আপনাকেই আদায় করে নিতে হবে আচরণের মধ্যমে


নিচের ৭ টি টেকনিক সঠিকভাবে অবলম্বন করলে আপনি সহজেই সকলের প্রিয় পাত্র হয়ে উঠবেন।



১।  সাদরে গ্রহন 


এটি একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মাধ্যম। আপনার পরিচিত কারো সঙ্গে সাক্ষাত হলে তাকে বিনয়ীর সাথে গ্রহন করুন৷ সকল ব্যস্ততাকে পাশে রেখে তাকেই প্রাধান্য দিন। তাকে অনুভব করান যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ফলে সেই ব্যক্তির কাছে আপনার জন্য একটি ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। তিনি ভাববেন আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন। এই ইতিবাচক মনোভাব আপনাকে  তার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করবে। 


২। শুনুন এবং যথাসময়ে মতামত প্রকাশ করুন 


ভালো শ্রোতা হয়ে উঠা অত্যন্ত জরুরী একটা বিষয়। কেননা মানুষ স্বভাবতই নিজের কথা বলতে বেশি পছন্দ করে, অন্যের কথা শুনতে মনের অজান্তেই অনিহা প্রকাশ করি। তবে অন্যের প্রিয় পাত্র হয়ে উঠতে গেলে এই স্বভাবটা আমাদের পরিহার করতে হবে৷ কেননা কেউ একজন আপনাকে তার গুরুত্বপূর্ণ কথা বলছে অথচ আপনি অন্যমনষ্ক হয়ে তার কথায় মনযোগ দিচ্ছেন না নিচ্ছেন না, তাহলে বক্তা আপনার সম্পর্কে নেতিবাচক ধারনা পোষণ করবে। 


অপরদিকে আপনি যদি আই কন্ট্যাক্টে রেখে বক্তার কথা ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে শুনেন এবং যথাসময়ে আপনার মতামত প্রকাশ করেন তাহলে বক্তা খুশি হবেন এবং অতি সহজেই আপনি তার প্রিয় পাত্রে রুপান্তরিত হবেন।


৩। নতুন মানুষের সাথে সহজ ব্যবহার


অপরিচিত কেউ যদি আপনার কাছাকাছি আসে, যথাযথ চেষ্টা করবেন তাকে দ্রুত আপন করে নেওয়ার। আইস-ব্রেকার হওয়ার দায়িত্ব নেওয়ার মানসিকতা আপনাকে তার কাছে পছন্দনীয় করে তুলবে। কেননা অনেকেই  নতুন পরিবেশে বা নতুন মানুষ দেখলে নিজেকে গুটিয়ে নেয় বা সংকোচে ভোগে। আপনার দায়িত্ব হবে তার উদ্বিগ্ন কাটিয়ে তার সংকোচকে দূর করা৷  এই কৌশলটি আপনাকে তার পছন্দের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে।


৪। উৎসাহ দিন বা অ্যাপ্রিশিয়েট করুন 

আমাদের বাঙালীদের একটা মেজর সমস্যা হলো আমরা অপরের কাজকে অ্যাপ্রিশিয়েট তো করিই না উল্টো কটু কথা শুনিয়ে তাকে নিরুৎসাহিত করি। এই নেতিবাচক গুন থাকলে মানুষের প্রিয় পাত্র হয়ে উঠা সম্ভব নয়। তাই অন্যের সাফল্যকে খাটো করে দেখা যাবে না, তাদেরকে উৎসাহিত করতে হবে। ভালো পরামর্শের মাধ্যমে তাদের পাশে থাকলে সহজেই তারা আপনাকে নিজের পছন্দের শীর্ষস্থানে বসাবে৷ তাই আপনার আশেপাশের সবার এফোর্টকে আপ্রিশিয়েট করুন৷ 


৫। ইগো পরিহার করুন 

এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক! কেননা ইগো এমন একটি ব্যধি যা নিরবে আমাদের সম্পর্ককে ঘুনপোকার মত নষ্ট করে৷ এটি প্রথমে একটি চারাগাছের মত থাকলেও ধীরে ধীরে ডালপালা বিস্তার করে বটবৃক্ষে রুপান্তরিত হয়ে আমাদের আষ্টেপৃষ্টে ধরে। যার ফলে মানুষের সাথে আমাদের একটা দূরত্ব তৈরী হয়৷ এবং ইগোস্টিক মানুষকে কেউই পছন্দ করে না৷ তাই মানুষের পছন্দের তালিকায় নিজের নাম রাখতে চাইলে ইগোকে পরিহার করতে হবে। 


৬। ধন্যবাদ দিতে ভুলবেন না 

আমরা অনেকেই এটাকে ছোটখাটো বিষয় ভেবে এড়িয়ে যাই তবে এই ছোট্ট বিষয় যে কতবড় ইম্প্যাক্ট রাখে সেটা আমরা বুঝতে পারিনা। মানুষকে তার কাজের জন্য ধন্যবাদ প্রদান করলে তিনি উদ্যমী হন। আপনার একটি ধন্যবাদ তার মনকে ভালো করে দিতে পারে। তাই প্রিয় পাত্র হয়ে উঠতে গেলে এই প্র‍্যাক্টিস আপনাকে করতে হবে।


৭। বডি ল্যাংগুয়েজ


মানুষ কথা বলার আগেই আমাদের বডি ল্যাংগুয়েজ দেখে নিজের মস্তিষ্কে একটি ধারণা পোষণ করে ফেলে তাই এই পয়েন্টা সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ আপনি কিভাবে দাড়ালেন, হাটলেন, তাকালেন, কথা বলাত সময় আপনার মুভমেন্ট কিরুপ এসব কিছুই মানুষ পর্যবেক্ষন করে সুতরাং পরিবেশের সাথে মিল রেখে আপনার বডি ল্যাংগুয়েজ ঠিক রাখতে হবে।  


উপরের ৭ টি টেকনিক নিয়মিত পালন করলে আপনি সকলের পছন্দনীয় ব্যাক্তি হয়ে উঠতে পারবেন। মনে রাখবেন  সবারর সাথে বিনয়ী হলে, তাদের সম্মান করলে এবং সৎ ভাবে জীবন যাপন করলে সবাই আপনাকে সম্মান করবে, ভালোবাসবে এবং বেলা শেষে আপনি সবার পছন্দের পাত্রে পরিণত হবেন।




Post a Comment

0 Comments